গতকাল বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করায় বঙ্গ রাজনীতিতে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। আসলে বিধানসভা নির্বাচনের ঠিক কিছুদিন আগে এমন ঘটনা গেরুয়া শিবিরকে বেশ অস্বস্তিতে ফেলেছে। গতকাল কলকাতা পুলিশ ১০০ গ্রাম কোকেনসহ বিজেপি যুব নেত্রীকে গ্রেফতার করে। তারপর আজ অর্থাৎ শুক্রবার পুলিশ আলিপুর আদালতে অভিযুক্ত পামেলা গোস্বামীকে তোলার সময় সে বিস্ফোরক মন্তব্য করেছে। সেই জানিয়েছে, "রাজনৈতিক কারণে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিং এমন করেছেন। তাকে আগে গ্রেফতার করা হোক।" সেইসাথে তিনি সিআইডি তদন্তের দাবি করেছেন।
যদিওবা বিজেপি নেতা রাকেশ সিং ঘটনা প্রসঙ্গ অস্বীকার করেছেন। তার দাবি, "ঘটনার সঙ্গে আমার কোন যোগ নেই। আমি ন্যূনতম কোন কিছু নেশা করি না। তাহলে মাদকসেবন বা মাদকচক্র তো দূরের কথা। আসলে হয়তো পুলিশ জোর করে ওর মুখ দিয়ে আমার নাম নেওয়া করিয়েছে।" তিনি সরাসরি বলেছেন, "পুলিশ ডাকলে আমি যাব। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পুলিশের চাপে বয়ান বদল করছে পামেলা। অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো।"