আবারো চাপে নতুন করে ভারতীয় জনতা পার্টি। এবারে স্থান কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র। সেখানে দলীয় কর্মীদের প্রার্থী একেবারে না পসন্দ। এই কারণে কালিয়াগঞ্জ এর ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতৃত্ব আমরণ অনশনের ডাক দিয়েছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। বেলা বারোটা থেকে রীতিমতো মাচা বানিয়ে যুব মোর্চার সদস্যরা আমরণ অনশনে যোগদান করেন। এর কারণ হিসেবে বলা হয়, কালিয়াগঞ্জ কেন্দ্রে বিজেপির কর্মী-সমর্থকদের এই প্রার্থী একেবারেই পছন্দ হয়নি।
এই বিধানসভা কেন্দ্রের প্রার্থীর জন্য দলীয় কর্মীদের একাংশ বিক্ষোভের সরব হয়েছিলেন। ফালাকাটার বাসিন্দা সৌমেন রায় এই কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সোশ্যাল মিডিয়াতে সরব হলেন নিজেকে 'সৌমেনের স্ত্রী' বলে পরিচয় দেওয়া এক মহিলা। দিন তিনেক আগে সৌমেন রায় কালিয়াগঞ্জে যখন প্রচার করতে ঢুকেছিলেন তখন বাধার মুখে পড়েছিলেন। সেখানেই তিনি প্রথমবার স্থানীয় নেতৃত্বের বাধার মুখে পড়েছিলেন। তারপর থেকে ওই কেন্দ্রে প্রচার সম্পূর্ণরূপে বন্ধ। এখনো পর্যন্ত দেওয়ালে পদ্ম চিহ্ন আঁকা থাকলেও নাম লেখা হয়নি।