রাজ্যে দৈনিক টিকাকরণের সংখ্যা এক ধাক্কায় বেশ অনেকটা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২ লক্ষ্য মানুষ টিকা গ্রহণ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। অন্যদিকে দৈনিক করণা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩০০ এর কাছাকাছি। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রায় ২ লক্ষ লোকজনকে টিকা দেওয়া হয়েছে। সর্বমোট এই সংখ্যাটা প্রায় ২৩ লাখ। কিন্তু করণা টিকাকরনের পরিমাণ বৃদ্ধি পেলেও দৈনিক সংক্রমণের হার লাগাতার বাড়ছে। কলকাতায় দৈনিক সংক্রমণের হার ৯০ পার করে গেছে। শনিবারের বুলেটিনে জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় ৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, কলকাতা ইতিমধ্যেই ১ লক্ষ ৩০ হাজরা ৪০২ জন করোণাতে আক্রান্ত হয়েছেন। সক্রিয় করোনাভাইরাস রোগীর সংখ্যা বর্তমানে ১ হাজার ২৫৫। আর কলকাতায় মৃত্যু হয়েছে ৩,০০০ এর বেশি মানুষের। সারা রাজ্যে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। ইতিমধ্যেই আবার করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২৫০ এর গণ্ডি পার করেছে। শুক্রবারের বুলেটিনে দেখা গিয়েছিল, দৈনিক ১৯,০০০ এর বেশি করোনা টেস্ট করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ৫ লক্ষ ৭৮ হাজার ৬৪ জন করণা আক্রান্ত হয়েছেন। তবে মুখ্যমন্ত্রী এখনো অবধি নতুন করে লকডাউন এর কোনো ঘোষণা করেন নি।