খুব তাড়াতাড়ি আমি ফিরছি, আপনাদের পাশে থেকে কাজ করব, খুব তাড়াতাড়ি মনোনয়নপত্র জমা দেব, হাসপাতালের ভিডিও শুয়ে ভিডিও বার্তায় জঙ্গিপুর বাসীকে আশ্বস্ত করলেন সেখানকার তৃণমূল প্রার্থী জাকির হোসেন। জাকির হোসেন গত ১৭ ফেব্রুয়ারি তারিখে নিমতিতা স্টেশনে বিস্ফোরণের সম্মুখীন হয়েছিলেন। সেই বিস্ফোরণে তীব্রতায় তার শরীরের বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছিল। তাকে উদ্দেশ্য করে বোমা মারা হয়েছিল বলে খবর। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। আর তারপরেই জাকির হোসেন তার ভিডিও বার্তায় নতুন করে আশ্বস্ত করলেন তার অনুগামীদের।
তিনি ভিডিও বার্তায় বলেছেন, " আমার দাদা ফিরহাদ হাকিম বারবার খোঁজ নিয়েছেন। নির্মল মাজি বারংবার খোঁজ নিয়েছেন। আমি তাদের দুজনের কাছে কৃতজ্ঞ । ডাক্তার এবং নার্স আমাকে অত্যন্ত যত্নসহকারে দেখেছে। তাদের কাছ থেকে এরকম ব্যবহার একেবারে অকল্পনীয়। এইসব কিছু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার মা, আমি চাই তিনি তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হন।" প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফ থেকে । সেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্যই তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন বলে ঘোষণা করেছেন।