একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এবারে বাংলায় মোট ৮ দফায় নির্বাচনী কর্মকাণ্ড সম্পন্ন হবে। রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৭ মার্চ এবং নির্বাচন হবে ৩০ টি আসনে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের ৩০ টি আসনে ভোটগ্রহণ করা হবে। তবে এরই মাঝে নির্বাচন কমিশন প্রথম দফা ভোটের সব বুথকে 'স্পর্শকাতর' বলে জানিয়েছে। তাই আগাম নিরাপত্তা ব্যবস্থা মুড়ে ফেলতে সেই সমস্ত স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত পরিমান কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশন জানায়, গোটা রাজ্যে মোট ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। তবে এবার সেই বাহিনী বাড়ানোর চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন।
অন্যদিকে নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রতিনিধিরা অভিযোগ জানিয়েছেন, "পোস্টাল ব্যালটের অপপ্রয়োগ করতে পারে তৃণমূল। তারা দাবি করেছে যে প্রশাসনের সাহায্য নিয়ে শাসক দল বেহালা, বারাসাত, বসিরহাট, মথুরাপুর সহ একাধিক কেন্দ্রের পোস্টাল ব্যালটে এক জায়গায় করে ভোট গ্রহণ করতে পারে। আসলে এবারে করোনা ভাইরাস প্যানডেমিকের জন্য ৮০ বছর বয়সের বেশি বা বিশেষভাবে সক্ষম মানুষেরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে।" এছাড়া, শেষ মুহূর্তের প্রস্তুতিপর্বও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। সেই সূত্রে প্রশিক্ষণ ছাড়া যে সমস্ত সরকারি কর্মচারী পোলিং অফিসার হিসেবে কাজ করেন তাদের শোকজ করেছে নির্বাচন কমিশন।