একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে ঝাঁকে ঝাঁকে নেতারা গেরুয়া শিবিরে যোগদান করেছে। প্রায়ই প্রতিদিনকার নিয়মিত ঘটনা গেরুয়া শিবিরের তৃণমূলত্যাগীদের যোগদান। এবার আজ অর্থাৎ শনিবার বিজেপিতে যোগদান করলেন তৃণমূলত্যাগী প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। তিনি আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে বিজেপিতে পদার্পণ করেছেন। বিজেপিতে ঢুকেই দীনেশ ত্রিবেদী শাসকদলকে পরিবারতন্ত্র ইস্যুতে খোঁচা দিয়ে বলেছেন, "অপেক্ষায় ছিলাম আমি এই দিনটার জন্য। বিজেপি একটা জনতার পরিবার। আর কোন একটা দল আছে যা শুধু নিজের পরিবার নিয়ে দল তৈরি করে। পরিবারের সেবা করতে গিয়ে জনতার সেবা করতে ভুলে যায়।" অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি দীনেশ ত্রিবেদীকে বিজেপিতে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানিয়ে বলেছেন, "উনি রাজনীতির ময়দানে খুব অভিজ্ঞ ও বিচক্ষণ মানুষ। খুব ভালো মানুষ। এত ভালো মানুষ কি করে একটা খারাপ দলে ছিল সেটা জানিনা। তবে এবার তিনি সঠিক দলে এসেছেন।"
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাজ্যসভায় দাঁড়িয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। তখন ইস্তফা দিয়ে দীনেশ ত্রিবেদী বলেছিলেন, "দলের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। আমি এরকমভাবে কাজ করতে পারছিলাম না। আমি আমার অন্তরত্মার কথা শুনেছি। আমি আর তৃণমূলের রাজনীতিতে থাকতে চাই না।" তবে নির্বাচনের ঠিক প্রাক্কালে নিজের অন্তরত্মার কথা শুনে ফের রাজনীতির ট্র্যাকে ফিরলেন দীনেশ ত্রিবেদী।