এবারে কি খড়গপুর সদর আসনে আবারো প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ? জেলার নেতৃত্ব তাকে ওই আসনে আবারো চাইছে। প্রসঙ্গত উল্লেখ্য গত বিধানসভা ভোটে রেল শহর খড়্গপুরে জয়লাভ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেই নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। সোমবার বাইপাসের ধারে অভিজাত হোটেলে প্রার্থী তালিকা নিয়ে আলোচনায় বসে ছিলেন বিজেপি নেতারা। সেখানে পশ্চিম মেদিনীপুরের জেলা বিজেপি সভাপতি শমীক দাস প্রস্তাব দিয়েছেন যাতে খড়গপুর শহর থেকে দিলীপ ঘোষ প্রার্থী হন সেই নিয়ে। এই আবদারের পর, আবারো চিন্তায় পড়েছে রাজ্য বিজেপি।


বর্তমানে খড়গপুর সদর আসনে তৃণমূলের হাতে রয়েছে। তৃণমূলের থেকে ওই আসনটি পুনরুদ্ধার করার জন্য বিজেপি কর্তৃপক্ষ আবারো ভাবনাচিন্তা শুরু করেছেন। রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বেশ কয়েকটি বিকল্প রাস্তা দেখতে চান। তখন জেলা সভাপতি তিনজনের নাম দিয়েছিলেন তবে প্রথম পছন্দ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের খড়্গপুরের চাচা দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে জায়েন্ট কিলার হয়েছিলেন রাজনীতিতে নবাগত দিলীপ ঘোষ। যদিও লোকসভা নির্বাচনে মেদিনীপুরের সাংসদ হয়েছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর উপনির্বাচনে আসনটি আবার তৃণমূলের হাতে চলে যায়। এই আসনটি আবার ও বিজেপির হাতে নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু করেছে রাজ্য বিজেপি।