পুরুলিয়ায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সতর্কীকরণ পোস্টারে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, কোন খোলা জায়গায় যেন কোন যুগলকে দেখা না যায়। এই পোস্টার ঘিরে আবারো বিতর্কে ছড়িয়েছে পুরুলিয়া জেলায়। কিশোর-কিশোরী থেকে তরুণ-তরুণী সকলে রীতিমতো ক্ষোভের আগুনে জ্বলছে এই পোস্টার ঘিরে। সরস্বতী পূজা কে কেন্দ্র করে শুধুমাত্র পুরুলিয়া নয়, হুগলি এবং বাঁকুড়াতেও এই ধরনের পোস্টার পড়েছে। অন্যদিকে জয়পুর, ঝালদাপাড়া, কাশিপুর এবং পুরুলিয়া শহর এরকম পোস্টার পড়েছে। এই পোস্টটার বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নয় বলে জানিয়েছে দুই সংগঠন।
অন্যদিকে গত বুধবার থেকে পুরুলিয়ার একাধিক থানা এলাকায় এই ধরনের পোস্টার দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে কার্যত ছেয়ে গিয়েছে এই ধরনের পোস্টার। সতর্কীকরণ শিরোনামে লেখা রয়েছে, "বাংলার বিদ্যার দেবী সরস্বতী। কিন্তু সরস্বতী পুজো কে অনেকে মনে করেন বাংলার ভালোবাসার উৎসব। এটা বাংলার ঐতিহ্যের পরিপন্থী। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যেন কোন যুগলকে কোন ফাকা জায়গায় না দেখা যায়। দৃষ্টিকটু অবস্থায় তাদেরকে যেন না দেখা যায়। এরকম যদি হয়ে থাকে তাহলে তাদের বাবা-মায়ের সাথে আলোচনা বা প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচনের পর, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গের লাভ জিহাদ এবং ব্যভিচারের বিরুদ্ধে আইন আনবে। বাঙালি যুবক-যুবতীদের চরিত্রের উন্নতির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হবে।" পোস্টারে শেষে লেখা, দেশের বল, বজরং দল।