দীর্ঘ ১৬ বছর পর এবার আগামী ২৮ ফেব্রুয়ারী রবিবার ব্রিগেড ময়দানে প্রত্যাবর্তন করছে কংগ্রেস। এবার বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট এর জন্য ব্রিগেড ময়দানের মহা সমাবেশের মঞ্চ তৈরি করছে সিপিএম। সেই সমাবেশে নিজেদের শক্তি প্রদর্শন করে তাদের গুরুত্ব বুঝিয়ে দিতে চাইছে বাংলা প্রদেশ কংগ্রেস। স্বতন্ত্র শক্তিতে শেষ ২০০৫ সালে ব্রিগেড সমাবেশ করেছিল রাজ্য কংগ্রেস। কিন্তু ২০০৬ সাল থেকে তৃণমূলের দাপটে ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তিক্ষয়ের জন্য আর ব্রিগেড সমাবেশ করতে পারেনি কংগ্রেস। কিন্তু এবার বহুদিন বাদে বাম জোটের সান্নিধ্যে এসে ফের অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেস নিজেদের সক্রিয় উপস্থিতি জানান দিচ্ছে।
বিধানসভা নির্বাচনের আগে বাম কংগ্রেস জোটের মাস্টারস্ট্রোক হতে পারে ঐক্যবদ্ধ ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে যে তিন লাখের বেশি কর্মীকে চেয়েছে উঁচুতলার নেতৃত্বরা। এছাড়া আব্দুল মান্নান জানিয়েছেন, *ব্রিগেড সমাবেশ সফল করতে আমরা সর্বশক্তি দিয়ে যুদ্ধের মাঠে নেমে পড়বো। তাই নির্দেশ দেওয়ার পাশাপাশি আমরা দলের নিচুতলা কর্মীদের সাথে নিরন্তন যোগাযোগ রাখার চেষ্টা করছি।" অন্যদিকে কংগ্রেস যদি ব্রিগেডে বেশি সংখ্যক কর্মী না দিতে পারে তাহলে হয়তো জোটে তাদের প্রাসঙ্গিকতা বা কার্যকারিতা কমে যেতে পারে বলে মনে করেছেন বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই সবাইকে পিছনে ফেলে কংগ্রেস বিগ্রেডে বেশি সংখ্যক কর্মী দিয়ে তাদের সক্রিয়তা প্রমাণ করে দিতে চায়।