বুথ অ্যাপ্লিকেশন কে হাতিয়ার করে এবারে ভুয়া ভোটার ধরতে তৎপর হতে চলেছে নির্বাচন কমিশন। ভোটার স্লিপ এ থাকা কিউআর কোড স্ক্যান করা মাত্রই ভোটারদের বিস্তারিত তথ্য উঠে আসবে ভোট কর্মীর মোবাইলে। এবারে ভোট কর্মী ছবিসহ সেই সব তথ্য মিলিয়ে তার পরেই ভোটের অনুমতি দেবেন। পাশাপাশি ভোট দেবার সঙ্গে সঙ্গে সেই তথ্য অ্যাপ এর মাধ্যমে তৎক্ষণাৎ আপলোড হয়ে যাবে। প্রথমে বাংলার বিধানসভা নির্বাচনে এই পদ্ধতি চালু হতে চলেছে। তবে বিষয়টি হবে পরীক্ষামূলক। বর্তমানে রাজ্যের নয়টি বিধানসভা কেন্দ্রে এটি চালু করা হবে। এর আগে পাইলট প্রজেক্ট হিসেবে উত্তরপ্রদেশের পাঁচটি, মহারাষ্ট্র, বিহার এবং পাঞ্জাবে তিনটি করে এবং ঝাড়খণ্ডের ১০টি নির্বাচনী কেন্দ্রে এই ভাবে ভোট গ্রহণ করা হয়েছিল। এইবারের বিধানসভা নির্বাচনে যে নয়টি কেন্দ্রে এই ভাবে ভোট নেওয়া হবে সেগুলি হল, দুর্গাপুর পশ্চিম, বালিগঞ্জ, জলপাইগুড়ি, ইংলিশ বাজার, কোচবিহার উত্তর, রায়গঞ্জ, বারুইপুর পশ্চিম, শিলিগুড়ি এবং রাজারহাট নিউটাউন।


বর্তমানে নির্বাচনের পর তারা এই এপ্লিকেশন নিয়ে বেশ কিছুটা আশাবাদী রয়েছেন। তাদের ধারণা এই অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করা হয় তাহলে ভোট গ্রহণে আরো বেশি স্বচ্ছতা আসবে। তার সাথেই প্রতি ঘন্টায় প্রিসাইডিং অফিসারকে যে তথ্য দিতে হয় সেই শক্তি একেবারেই মিটে যাবে। বর্তমানে যে সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা সহজলভ্য, সেখানে এই পরিষেবা বেছে নেওয়া হয়েছে। এই এপ্লিকেশন নিয়ে প্রিসাইডিং অফিসার দের একপ্রস্থ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর আরো একবার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এই এপ্লিকেশন নিয়ে।