নির্বাচনের আগে একদিকে যেমন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে ঠিক অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে খবরের শিরোনামে রাজনৈতিক অস্থিরতার খবর সামনে আসছে। এবার গতকাল গভীর রাতে গোসাবার বিজেপির বুথ সভাপতি বলরাম মন্ডলের বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় ৬ জন হাসপাতলে জীবন মরণ লড়াই করছে। তারা সবাই ক্যানিং এবং এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিজেপি জানিয়েছে তাদের দলের কেউ এদের সাথে জড়িত নয়। তবে কেন বিজেপি বুথ সভাপতির বাড়িতে বোমা বানানো হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চেয়েছে নির্বাচন কমিশন।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে আরামপুরের বাদামতলা এলাকা। তারপর তারা দেখে সেখানকার বিজেপি নেতা বলরাম বাবুর বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিস্ফোরণের জেরে ভস্মীভূত হয়ে গেছে গোটা বাড়ি। এদিক ওদিক রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানীয়রা দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারে যে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ এই বিপত্তি ঘটেছে। ঘটনার জেরে গোসাবার তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর গেরুয়া শিবিরকে আক্রমণ করে বলেছেন, "বিজেপি বোমা বাধার কাজ করছে। এলাকায় গোলমাল পাকানোর জন্য ব্যবস্থা করা হচ্ছিল। পুলিশ প্রশাসনের যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া উচিত।" অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা ঘটনার দায় অস্বীকার করে বলেছেন তাদের সাথে বোমা বাধার কোনো সম্পর্ক নেই। বরং পাল্টা অভিযোগ জানিয়েছেন, "আমাদের কর্মীরা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তাদের ওপর লক্ষ্য করে তৃণমূলের দুষ্কৃতীরা বোমা ছোড়ে। তারা গুরুতর জখম হয়।"