একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল বাংলার মানুষকে খুশি করার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে। কিছুদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী ইশতেহারে প্রকাশ করে। তাতে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কল্পতরু হয়ে উঠেছিলেন। এবার আজ অর্থাৎ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা এসে একুশে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইশতেহার প্রকাশ করল। আজকের এই প্রতিবেদনে বিজেপির ইশতেহারের সেরা চমকগুলি দেখে নিন।
বিজেপি ইশতেহারের সেরা ১৫ টি চমক:
১) বাংলা ১০০ দিনের কাজ বেড়ে ২০০ দিনের হবে।
২) রাজ্যের সমস্ত জেলাকে অন্নপূর্ণা প্রকল্পের অন্তর্গত করা হবে। এতে ৫ টাকায় পেট ভরে খাবার পাওয়া যাবে।
৩) রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন শুরু হবে।
৪) প্রাথমিক ও মাধ্যমিক পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে।
৫) বাংলার ৭৫ লাখ কৃষককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
৬) কৃষকদের এককালীন ১৮ হাজার টাকা দেওয়া হবে।
৭) উত্তরবঙ্গ, সুন্দরবন ও জঙ্গলমহলে এইমস এর ধাঁচে সুপার স্পেশালিটি হাসপাতাল বানানো হবে।
৮) বিজেপি ক্ষমতায় এলে গম, ডাল, নুন এবং চিনি পাওয়া যাবে যথাক্রমে ১ টাকা, ৩০ টাকা, ৩ টাকা ও ৫ টাকা কিলো দরে।
৯) সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
১০) ১৮ বছর হলে মেয়েরা এককালীন ২ লাখ টাকা পাবে।
১১) মহিলাদের শিক্ষা এবং পরিবহন সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।
১২) নারী সুরক্ষার জন্য রিজার্ভ ফোর্স এ ৯ ও রাজ্য পুলিশে ৩ টি মহিলা ব্যাটেলিয়ন নিয়োগ করা হবে।
১৩) বিধবা ভাতা ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা করে দেওয়া হবে।
১৪) পুরোহিতের জন্য সরকার মাসিক ৩০০০ টাকা অনুদান দেবে।
১৫) মৎস্যজীবীদের বছরে ৬০০০ টাকা অনুদান দেওয়া হবে।