একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। এবারের নির্বাচনে যে তৃণমূল বিজেপির মধ্যে হেভিওয়েট লড়াই হতে চলেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। এইজন্য গেরুয়া শিবির তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের বাংলায় এনে প্রচার করে বঙ্গবাসীর কাছে পছন্দের দল হয়ে উঠতে চাইছে। আজ অর্থাৎ মঙ্গলবার সুন্দরবন গোসাবায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি জনসভায় উপস্থিত ছিলেন। সেই জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনবাসীর জন্য একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন। সেইসাথে গত ১০ বছরে তৃণমূল কংগ্রেস বাংলায় যে অরাজকতা চালিয়েছে তা নিয়ে নিন্দা করেছেন। প্রসঙ্গত, গোসাবায় জনসভার পর আজ তিনি পশ্চিম মেদিনীপুরের কেরানিতলা মোড় থেকে বটতলা মোড় অব্দি রোড শো করবেন।
একনজরে সুন্দরবনবাসীর জন্য শাহ প্রতিশ্রুতি:
১) বিজেপি জিতলে ১ বছরের মধ্যে সুন্দরবনকে জেলা হিসেবে ঘোষণা করা হবে।
২) মৎস্যজীবীদের প্রতিমাসে ৬০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে।
৩) সুন্দরবনে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প শুরু হবে।
৪) গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলাস্তরে নিয়ে যাওয়া হবে।
৫) সুন্দরবনের পর্যটন শিল্প বাড়ানোর জন্য সুন্দরবন ডেভেলপমেন্ট কমিটি তৈরি হবে।
৬) স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য সুন্দরবনে তৈরি হবে এইমস ধাঁচের সুপার স্পেশালিটি হাসপাতাল।
৭) সুন্দরবনের ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস ও বাথরুম পৌঁছে দেওয়া হবে।