শুক্রবার রাজ্যে পর্যবেক্ষণে আসছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। রাজে পা রাখার পর পর প্রথম দফায় নির্বাচন যে সমস্ত জেলায় হবে সেখানে তারা পর্যবেক্ষণ করতে চলেছেন। এডিজি আইন শৃঙ্খলা এবং বিভিন্ন এজেন্সির সঙ্গে তারা কথাবার্তা বলতে চলেছেন। পর্যবেক্ষকদের হাতে এবারে বিশেষ ক্ষমতা রয়েছে এবারের নির্বাচন ঠিকঠাক ভাবে পরিচালনা করার জন্য। বিশেষ পর্যবেক্ষকদের উপর নির্ভর করছে ভোটের সফলতা এবং বুধবারের বৈঠক এই বিষয়টি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কার্যত এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকদের আরো ভালোভাবে কাজ করতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল


বাহিনী নিয়োগ করে পরিকল্পনা অনুমোদন করতে চলেছেন পর্যবেক্ষকরা। এছাড়াও বিপুল পরিমাণে আধাসেনা এবারে মজুর থাকতে চলেছে। এছাড়াও এতদিনে এডিজি আইন-শৃঙ্খলা তথা রাজ্য পুলিশের নোডাল অফিসারের উপর কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ এর সমস্ত দায়িত্ব থাকতো। কিন্তু এবারে ডিজি পদের এক অফিসারকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও পর্যবেক্ষকরা এই কাজে নিয়োজিত থাকবেন। আধাসেনা এবং রাজ্য পুলিশ কিভাবে কাজ করবেন তার পরিকল্পনা চূড়ান্ত করবেন পর্যবেক্ষকরা। তারা ছাড়পত্র দিলে তবেই বাহিনী মোতায়েন করা হবে। কথা বলা যেতে পারে এবারের নির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপর বেশ গুরু দায়িত্ব রয়েছে।