করোনা পরিস্থিতিতে ৬ মাস পর খুলেছে সংসদ। গত সোমবার থেকে শুরু হয়েছে বাদল অধিবেশন। কিন্তু এই এক সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ জন সাংসদ। ফলে সকলের সুরক্ষার কথা ভেবে অধিবেশনের সময়কাল সংক্ষেপিত করার প্রস্তাব এসেছিল। সরকার এবং বিরোধী সকলের সহমতে খুব সম্ভবত প্রস্তাবিত সূচির আগেই শেষ হয়ে যাবে বাদল অধিবেশন।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
কিন্তু সরকার মরিয়া তাদের প্রস্তাবিত বিলগুলি সংসদে পাস করিয়ে নেওয়ার জন্য। সূত্রের খবর বিলগুলি পাস না হলে কোনোভাবেই অধিবেশন সংক্ষিপ্ত করতে রাজি হবে না সরকার।