টুলকিট মামলায় এবারে দিশার রবিকে তিন দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস আদালত। কৃষক আন্দোলনকে সমর্থন করে দেশদ্রোহিতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গত ১৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল তাকে। তার পাঁচ দিনের পুলিশি হেফাজত শুক্রবার শেষ হয়। তারপর মুখ্য মেট্রোপলিটন বিচারক আকাশ জৈন দিশাকে আরো তিন দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। দিশার বিরুদ্ধে অভিযোগ, কৃষক আন্দোলনের সমর্থনে ডাক দিয়ে নেট মাধ্যমে একটি তথ্য পত্র বা টুলকিট তিনি প্রকাশ করেছিলেন। আর তার মাধ্যমে তিনি দেশদ্রোহিতা কে প্রশ্রয় দিয়েছেন বলে পুলিশের অভিযোগ। দিল্লি পুলিশের তদন্তকারীরা ২২ বছরের পরিবেশ কর্মীর বিরুদ্ধে টুলকিট তৈরি করার অভিযোগ নিয়ে এসেছিলেন। যদিও দিশা জানিয়েছেন, তিনি ওই টুলকিট তৈরি করেননি। তার কিছু তথ্য সম্পাদনা করেছিলেন।
গত ১৩ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের পাল্টা তিনি দিল্লি পুলিশের বিরুদ্ধে মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল পুলিশ তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের কথাবার্তা সাংবাদিকদের কাছে ফাঁস করেছে। দিল্লির পাটিয়ালা হাউস আদালত শুক্রবার তার গ্রেফতারের মামলা শুনানি করে। তারপরেই দিশাকে তিন দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন দিশা। এই গ্রেটা থুনবার্গ ভারতের কৃষক আন্দোলন সংক্রান্ত টুলকিট প্রথমবার নেট মাধ্যমে শেয়ার করেছিলেন। পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে দিশা অভিযোগ এনেছিলেন, গ্রেটা থুনবার্গ এর সঙ্গে তার সমস্ত কথাবার্তা পুলিশ শেয়ার করেছে। অন্যদিকে দিল্লি পুলিশের অভিযোগ, কৃষক আন্দোলনকে সমর্থন করে গ্রেটার মত বহিরাগতরা দেশে বিরূপ মতামত তৈরি করেছে। আর সেটা হচ্ছে দেশদ্রোহিতার উস্কানি দেওয়ার মতো ব্যাপার। তাতে মদদ দিচ্ছে দিশার মতো দেশের কিছু তরুণ তরুণী।