আবার ফিরছে গতবছরের স্মৃতি। ফের আতঙ্কের দিন কৃষকদের জন্য। ক্ষতি হতে পারে বিঘার পর বিঘা ফসলের। কারণ কী যশ কিংবা লু? নাহ! তা একদমই নয়। কারণ চিন্তার বিষয় হল পঙ্গপালের ঝাঁক। গত বছরেও করোনা আবহের মাঝেই উত্তর ভারতের একাধিক রাজ্যে হানা দিয়েছিল পঙ্গপাল। পঙ্গপালের হানা এড়াতে রাতভর বাসন বাজিয়েছেন চাষিরা। কড়া পাহারা দিয়েছেন ক্ষেতে।
কোথাও আবার হেলিকপ্টারে মাধ্যমে রাসায়নিক ছড়ানো হয়েছিল, তবুও ক্ষতি হয়েছিল কয়েক হাজার কোটি টাকার ফসলের। তবে এবারে শোনা যাচ্ছে, মে মাসের শেষ সপ্তাহেই দেশের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে পঙ্গপালের (Locust) দল। সরকারের তরফে এমনই সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরপ্রদেশের কৃষিদপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহেই রাজস্থানের জয়সলমীরে পঙ্গপালের ঝাঁকের হদিশ মিলেছে। মে-এর শেষে উত্তরপ্রদেশের একাধিক এলাকায় প্রবেশ করবে ফসলভুকের দল। চালাতে পারে তাণ্ডব। আর তাই কৃষকদের আগেভাগেই সতর্ক করা হয়েছে।
সংবাদমাধ্যমকে আগ্রার কৃষিবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, “খাবারের খোঁজে চলতি মাসের শুরুতেই পাকিস্তান থেকে কয়েক লক্ষ পঙ্গপাল। এ দেশে ঢুকে পড়েছে। বর্তমানে তারা রাজস্থনের জয়সলমীরে ঘাঁটি গেড়েছে। খুব শীঘ্রই তা আগ্রায় প্রবেশ করবে। সেখান থেকে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে।”
উল্লেখ্য, বলা হয় মরু পঙ্গপাল (Locust) বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পতঙ্গের মধ্যে একটি। একটি ক্ষুদে পঙ্গপাল এক স্কোয়ার কিমি ক্ষেত খুব সহজেই নষ্ট করতে পারে। একটি দলে প্রায় ৮ কোটি পঙ্গপাল থাকে। গত মাসে ভারতের পশ্চিম প্রান্ত যেমন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে বাংলার দিকে হানা দিয়েছিল পঙ্গপালের দল।