রিল ও রিয়েল লাইফ হিরো কথাটি বললেই এখনকার সময় প্রথমেই মনে আসে অভিনেতা সোনু সুদের কথা। গতবছরে করোনা পরিস্থিতিতে তিনি যেমনভাবে গরিবের মাসীহা হয়ে উঠেছিলেন, তা সত্যিই প্রশংসাযোগ্য। লকডাউন এর সময়কালে যেকোন মানুষ তাকে তাদের সমস্যার কথা জানালে সাহায্য করতে একবারও দ্বিধাবোধ করেননি তিনি। সম্পূর্ণ নিজের খরচে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন তিনি। এছাড়া কোথাও কোনো মানুষের অসুস্থতার খবর পেলে তার সম্পূর্ণ চিকিৎসা দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। এমনকি গ্রামের দিকে যেখানে ইন্টারনেট পরিষেবা অত ভালো নেই সেই অঞ্চলে নিজের খরচে ওয়াইফাই ও পড়ুয়াদের স্মার্টফোন দিয়েছেন তিনি। এছাড়াও NEET বা JEE এর মত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ছাত্রদের পৌঁছানোর জন্য পরিবহন ব্যবস্থা করেছিলেন এই অভিনেতা।
অভিনেতার এমন পরোপকারপরায়ন ধর্মের জন্য জাতীয় স্তরে তিনি বারংবার সম্মানিত হয়েছেন। তবে এবার সম্প্রতি আবারো আরেকবার আন্তর্জাতিক স্তরে অভিনেতা সমাদৃত হলেন। তিনি সম্প্রতি ফোর্বস এর লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০-২১ পেয়েছেন। এই অ্যাওয়ার্ড পেয়ে তার ছবি তিনি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়াতে তার এই আন্তর্জাতিক স্তরের অ্যাওয়ার্ড শেয়ার করে তিনি তার অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অবশ্য অভিনেতা করোনা পরিস্থিতিতে তার অ্যাওয়ার্ড ভার্চুয়ালি পেয়েছেন।