আত্মনির্ভর ভারতের (Atmanirbhar Bharat) পথে আরও একধাপ এগোল দেশ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৫জি প্রযুক্তির সফল পরীক্ষা হল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর (Ashwini Vaishnaw) হাত ধরে। গতকাল আইআইটি মাদ্রাজের (IIT Madras) ৫জি প্রযুক্তির ট্রায়াল চলছিল। সেই ট্রায়াল সফল হয়েছে। আগামী দিনে প্রযুক্তির দুনিয়ায় যে বড়সড় বিপ্লব আসতে চলেছে, বলাই বাহুল্য।
উল্লেখ্য, দেশে ইতিমধ্যেই ২জি, ৩জি, ৪জি পরিষেবা সচল। পৃথিবীর বিভিন্ন দেশ ইতিমধ্যেই ৫জি পরিষেবার দিকে এগিয়ে গেছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ইচ্ছেপ্রকাশ করেছিলেন আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় দেশ আরও এগিয়ে যাক। বিভিন্ন ক্ষেত্রে বিদেশী নির্ভরতা ছেড়ে দেশীয় প্রযুক্তিতে সেসব তৈরি হোক। ইতিমধ্যেই প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি অনেকটাই সফল হয়েছে। এবার প্রযুক্তির দুনিয়ায় আরও এগিয়ে যেতে চায় ভারত।
এদিন দেশীয় প্রযুক্তিতে তৈরি ৫জি পরিষেবা ব্যবহার করে প্রথম ব্যক্তি হিসেবে ভিডিও কল করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। সংবাদমাধ্যমের সামনেই তিনি ভিডিও কলে কথা বলেন। তাঁর কথায় উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণকীর্তন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং অনুপ্রেরণায় এই পরিকল্পনা বাস্তবায়িত হল। আগামী দিনে প্রযুক্তির দুনিয়ায় দেশ আরও এগিয়ে যাবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন, ৫জি পরিষেবা গোটা দেশে আমূল বিপ্লব আনতে চলেছে। ভারতের প্রশাসনিক দফতরে বিপুল পরিবর্তন আনবে এই পরিষেবা। এই প্রযুক্তি সফল হলে আগামী দেড় দশকে দেশ ৪৫০ মিলিয়ন ডলার দ্বারা সমৃদ্ধ হবে। তাছাড়া ই-কমার্স, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসতে চলেছে।