প্রতারণার দায়ে এগ্রি গোল্ড নামক সংস্থার ৪ হাজার ১০৯ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা জুড়ে প্রায় ৩২ লক্ষ গ্রাহকের থেকে ৬,৩৮০ কোটি টাকা হাতিয়েছে এই দুর্নীতিগ্রস্ত সংস্থা।
প্রায় দেড়শোর বেশী সংস্থাকে দেখিয়ে জমি দেবার নাম করে এজেন্টদের মারফৎ টাকা আদায় করত ওই সংস্থা, এমনটাই ইডির নালিশ।অন্ধ্র ও কর্ণাটকেই এই সংস্থার সবচেয়ে বেশি গ্রাহক । অন্ধ্রের কুর্নুল, অনন্তপুর, গুন্টুর, চিত্তুর, কৃষ্ণা জেলায় ; কর্ণাটকের বেঙ্গালুরু, কোলার, মান্ড্য প্রভৃতি জেলায় ও তেলেঙ্গানার একাধিক অংশেই অজস্র সম্পত্তি বেআইনিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা পুরোটাই এখন বাজেয়াপ্ত অবস্থায় ইডির নজরে। দক্ষিণ ভারতের ওই সমস্ত অঞ্চলের লক্ষাধিক গ্রাহকের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তিন মূল কর্ণধার ভেঙ্কট রামা রাও, আভা ভেঙ্কটা সেশু নারায়ণা রাও ও আভা হেমা সুন্দরাবরা প্রসাদকে গ্রেফতার করা হয়েছে।