মোদি সরকারের আমলে ভারতের সংখ্যালঘুদের অধিকার নিয়ে বারংবার প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে যে ভারতের বাসিন্দাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ভারতীয় বাসিন্দারা এখন বর্তমানে পরিসংখ্যান নিরিখে আধা স্বাধীন। এরপর মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের ভারত সফরে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রসঙ্গে কথা উঠলো। জানা গিয়েছে গত শনিবার মার্কিন প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দফায় দফায় বৈঠক করেন। ওই বৈঠকেই লয়েড ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে সরব হন। অবশ্য এতে ভারত সরকার আমল দেয়নি। তারা জানিয়েছে, "দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে কথা বলার কোন প্রশ্নই নেই।"
প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন তিন দিনের সফরে ভারতে এসেছেন। তিনি মূলত দুটি বিষয়ে বৈঠক করার জন্য ভারতে পা রেখেছেন। প্রথমটি হলো পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় সামরিক সংঘর্ষ ও দ্বিতীয়টি রাশিয়া থেকে ভারতের এস৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনা। এখন আসলে চিনা আগ্রাসন গোটা বিশ্বের কাছে চিন্তার বিষয়। তাই চীন বা অন্য কোন আগ্রাসী শক্তির মোকাবিলার কৌশল তৈরি করতে এই বৈঠক করা হয়েছে।