বাটলা হাউস কাণ্ডে ইন্সপেক্টর মোহনচাঁদ শর্মাকে হত্যার ঘটনায় এবারে আরিজ খানকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির আদালত। এই জঙ্গী ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল বলে সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত তার সাজা ঘোষণা হয়নি। ১৫ মার্চ পর্যন্ত শাস্তির মেয়াদ নিয়ে সাওয়াল জবাব হতে চলেছে বলে জানা গিয়েছে। ২০০৮ এর ১৯ সেপ্টেম্বর তারিখের নতুন দিল্লিতে বাটলা হাউস এনকাউন্টারের ঘটনায় ১০ বছর পরে গ্রেফতার হল আরিজ খান। তার উপরে আইপিসি ৩০২, ৩০৭, ৩৩৩, ৩৫৭, ১৮৬, ৩৪ এ, এবং ১৭৪ এ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অস্ত্র আইন ২৭ নম্বর ধারা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার অ্যাডিশনাল সেশন জজ সন্দীপ যাদব জানিয়েছেন, তার কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তাতে কোন সন্দেহ নেই ইন্সপেক্টর মোহনচাঁদ শর্মার মৃত্যুতে সরাসরিভাবে দায়ী আরিজ। সে এবং তার সহকারীরা হেড কনস্টেবল বলবন্ত সিং এবং বলবির সিং কে উদ্দেশ্য করে গুলি চালায় বলে খবর। বিচারক জানিয়েছেন, "তারা স্ব জ্ঞানে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে ইন্সপেক্টর শর্মা কে হত্যা করেছে।" তবে আদালত সূত্রে খবর, দণ্ডিত হওয়ার পরেও তার চোখ মুখে কোনো পরিবর্তন হয়নি।