২২ নভেম্বর, ২০২৪
দেশ

উত্তরপ্রদেশ : হিন্দু প্রেমিকাকে দিয়ে জোর করে মুসলমান প্রেমিকের মুখে জুতো মারাল ‘ধর্মরক্ষকেরা’

অভিযুক্তদের নামে থানায় মামলা রুজু করেছে পুলিশ
couple 123 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৩

উত্তরপ্রদেশে আবারও ধর্মান্ধদের তাণ্ডব। প্রেমিকা হিন্দু এবং প্রেমিক মুসলমান হওয়ার ‘অপরাধে’ জনসমক্ষে যুবককে নিগ্রহ করল এক হিন্দুত্ববাদী দক্ষিনপন্থী সংগঠনের কর্মীরা। যুবতীকে দিয়ে জোর করে জুতো মারানো হল যুবকের মুখে। তোলা হল সেই কর্মকাণ্ডের ভিডিও।

শুক্রবার ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের মিরাটে। সেখানের এক ব্যস্ত বাজারে গাছের তলায় বসে ছিলেন ভিন-ধর্মাবলম্বী যুগল। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় এক দোকানদার খবর দেন হিন্দু জাগরণ মঞ্চ নামক এক হিন্দুত্ববাদী সংগঠনকে।

কিছুক্ষণের মধ্যেই সেই সংগঠনের ১১ জন কর্মী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। যুগলের নাম জানতে চায় তারা। যুবকটি মুসলমান এবং যুবতীটি হিন্দু, একথা জানতে পেরেই তারা আক্রমণ করে যুবকের উপর। প্রথমে তারা যুবককে প্রচণ্ড মারধোর করে। এরপরই যুবতীকে পায়ের জুতো খুলে যুবকের গালে মারতে আদেশ দেয় ধর্মরক্ষকেরা। উল্লেখ্য, সমস্ত কর্মকাণ্ডই তারা ভিডিওবন্দী করছিল।

এরপরে আরও প্রায় আধ-ঘণ্টা ধরে চলে যুবকের উপর অত্যাচার। কখনো কান ধরিয়ে বা কখনো নীলডাউন করিয়ে যুবককে নিগ্রহ করতে থাকে তারা। এরপর টানতে টানতে যুবককে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানে গিয়ে তারা অভিযোগ করে, যুবক জোর করে ধর্মান্তরিত করতে চায় যুবতীটিকে।

তবে সে মুহূর্তে থানায় উপস্থিত ছিলেন যুবতীও। তিনি হিন্দুত্ববাদীদের দাবীর বিপক্ষে গিয়ে অভিযোগ করেন, যুবকটি তাঁর সাথে কোনও খারাপ আচরণ করেননি এবং তিনি স্বেচ্ছায় যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের কর্মীরা তাদের তরফ থেকে সাক্ষ্যপ্রমাণ জোগাড় করার চেষ্টা করে। যদিও তাদের সেই যুক্তি ধোপে টেকেনি। বরং তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে থানায়।

এবিষয়ে স্থানীয় পুলিশের সার্কেল অফিসার দেবেশ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অভিযোগকারীদের অভিযোগ সম্পূর্ণ ভুয়ো ছিল। যুবতী স্বীকার করেছেন, তিনি নিজের ইচ্ছায় যুবকের সাথে থাকেন। আমরা অভিযুক্ত সংগঠনের প্রধান এবং বাকি কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি”।

শনিবার রাত্রে অভিযুক্তদের বিরুদ্ধে অশান্তি পাকানো, শারীরিক নিগ্রহ করা সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে অভিযুক্তরা এখনও অধরা। যদিও সংগঠনের প্রধান, সচিন শিরোহির কথায়, তাঁরা কোনও অন্যায় করেননি। তাঁরা শুধু সমাজবিরোধীদের পরিবেশকে নষ্ট করার থেকে বিরত করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
২৮ মার্চ

বক্ষ বিভাজিকায় মা লক্ষ্মীর মূর্তি ঝুলিয়ে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন তিনি

Taapsee controversy
৪ মার্চ

অপেক্ষার বিয়াল্লিশ দিন! টলিউডে বাজবে বিয়ের সানাই?

Ankush Hazra Oindrila Sen
২ মার্চ

সম্প্রতি 'বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড' এ সেরা 'অনস্ক্রিন' জুটি হিসেবে পুরস্কৃত হয়েছেন দিব্যজ্যোতি এবং স্বস্তিকা

Surjo Deepa
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
৫ ফেব্রুয়ারি

'ওয়ান' ছবিতে প্রথম যুগলে অভিনয় করেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান

Nusrat Yash
১০ জানুয়ারি

আগামী ২০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত 'মিশন মজনু'

Shershaah movie award
৯ নভেম্বর

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-উত্তরপ্রদেশও, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩

earthquake seismometer
৫ সেপ্টেম্বর

বিচারপতি হেমন্ত গুপ্তা এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

hijab india girl