ভাদোদরার নিজামপুরের জনসভায় বক্তৃতা দিতে ওঠেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। রাজ্যের অভ্যন্তরীণ উন্নয়ণ ও ধর্মান্তকরণ বিরোধী আইন নিয়ে বক্তব্য শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে মঞ্চেই পড়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী, ধরে ফেলেন দেহরক্ষী। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আমেদাবাদের হাসপাতালে। চিকিৎসার পর আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে।
কিন্তু ঠিক কী কারণে জ্ঞান হারালেন মুখ্যমন্ত্রী? চিকিৎসায় জানা গেছে ওনার রক্তচাপ ও সুগারের মাত্রা আচমকা কমে যাওয়াতেই এই বিপত্তি। এখন চিকিৎসার পর আপাতত স্থিতিশীল হলেও আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ততক্ষণাৎ তাকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়ায় দ্রুতই শুরু করা গেছে চিকিৎসা। বিজেপি নেতা ভরত ডাঙ্গে জানিয়েছেন, বেশ কিছুদিন শরীর খারাপ থাকা সত্ত্বেও শনিবার জামনগর ও এদিন ভাদোদরায় সভা করতে যান। গুজরাটের উপ মুখ্যমন্ত্রী নিতীন প্যাটেল জানান, অত্যধিক ক্লান্তির জেরেই উনি অসুস্থ হয়ে পড়েন, আমেদাবাদে নেওয়ার আগে ভাদোদরা বিমানবন্দরেই তাঁকে পরীক্ষা করে দেখেন চিকিৎসকরা। এখন আমেদাবাদ হাসপাতালে আরও ২৪ ঘন্টা তাকে থাকতে হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৫ ই ফেব্রুয়ারি গুজরাটের পুরসভা ভোটের জন্যও বেশ ব্যস্ত ছিলেন তিঁনি।