অবশেষে চাপের মুখে নতিস্বীকার করে দেশের অভ্যন্তরীণ তথ্য প্রকাশ্যে আনল চীন। গালওয়ান সীমান্তে ভারতীয়দের পাল্টা হামলায় একজন আহত সহ নিহত হয়েছেন চার চীনা সৈনিক। প্যাংগং থেকে ভারতীয় ও চীনা দুদিকেরই সেনাবাহিনী সরে যাবার পর চীনের পিপলস লিবারেশন আর্মির দৈনিক পত্রিকায় এই তথ্য সমেত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। চীনা মিলিটারি কমিশন সূত্রে আরও জানা গেছে দেশের জন্য প্রাণ বলি দেওয়া ওই সেনাদের বিশেষ স্বীকৃতিও দেওয়া হয়েছে।
গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী ওই চার নিহতদের মধ্যে রয়েছেন জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কুই ফাবাও যাকে 'হিরো রেজিমেন্টাল কমান্ডার' হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। একইসঙ্গে চেন হংজুং, শিয়াও সিউয়ান ও ওয়াং ঝাউরানকে 'ফার্স্ট ক্লাস মেরিট' সন্মান দেওয়া হয়েছে। চেন শিয়াগ্রাং পেয়েছেন 'গার্ডিয়ান অফ দ্য ফ্রন্টিয়ার হিরো' সন্মান। মৃতদের নাম না প্রকাশ করায় ভারতে শুধু নয়, চীনের অভ্যন্তরেও বিক্ষোভের মুখে পড়েন জিনপিংরা, অবশেষে ৮ মাস পর তথ্য দিল সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ১৫ই জুন গালওয়ানের এই সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান প্রাণ হারান।