দিল্লি দেরাদুন শতাব্দি এক্সপ্রেসে লাগলো ভয়াবহ আগুন। ঘটনার জন্য তীব্র আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। শতাবদি এক্সপ্রেস এর c-4 কামরায় হঠাৎ করেই আগুন লেগে যায়। আর এর জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। তবে, নিরাপদে নামিয়ে আনা হয়েছে সমস্ত যাত্রীদের। দিল্লি থেকে দেরাদুন গামী শতাব্দি এক্সপ্রেসের এই কামরাতে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। যে সময়ে ঘটনাটি ঘটেছে সেই সময়ে ট্রেনটি চলে উত্তরাখণ্ডের কাশ্রাও স্টেশনে। যদিও আগুন ছড়িয়ে পড়ার আগে সমস্ত যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। পরে ওই কামরাটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়।
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেছেন, "দিল্লি থেকে দেরাদুন গামী শতাব্দি এক্সপ্রেসের c-4 কম্পার্টমেন্টে এদিন হঠাৎ করে আগুন লেগে যায়। সম্ভবত শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে। কাসরাও অঞ্চলের কাছাকাছি থাকাকালিন সময়ে এই ট্রেনে এই আগুন লাগে। হতাহতের আপাতত কোনো খবর নেই। সমস্ত যাত্রীদের সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয়েছে নিচে। বর্তমানে কামরাটিকে আলাদা করে রাখা হয়েছে।"