করোনা কালে পিএফএ সুদের হার বাড়ানোর পাশাপাশি ইপিএফএর আওতায় মাসিক পাঁচ হাজার টাকার পেনশনের কথাও ভাবছে কেন্দ্র। আগামীকাল অর্থাৎ ২৮শে অক্টোবর গোটা বিষয়টি নিয়ে একটি বৈঠকে বসবে ইপিএফও।
এই বৈঠকে ইপিএফও এর বিনিয়োগ নিয়ে যেমন আলোচনা হবে তেমনি পিএফ কে আরও কীভাবে লাভজনক করা যায় সে নিয়েও পর্যালোচনা করা হবে। পিএফএর সুদের ওপর সরকারের সুদ ৮.৫০ শতাংশ। এই সুদের পরিমাণ বাড়ানো নিয়েই আলোচনা করা হবে। সেই সঙ্গে ইপিএফও এর যে ১০ লাখ টাকার তহবিল আছে তা কিভাবে কাজে লাগানো যায় সেই নিয়েও একটা সিদ্ধান্তে পৌঁছবে সরকার।