ফের বিতর্কে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আথাওয়ালে। রাহুল গান্ধীর 'হাম দো হামারে দো' প্রসঙ্গে তিনি বলেন, 'হাম দো হামারে দো' প্রচার করতে হলে রাহুল গান্ধীর উচিত কোনো দলিত মেয়েকে বিয়ে করা।'
রাঁচিতে একটা অনুষ্ঠান চলাকালীন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আথাওয়ালে, রাহুল গান্ধীর উদ্দেশ্য বলেন, 'হাম দো,হামারে দো এটা মূলত পূর্বে পরিবারের পরিকল্পনার জন্য ব্যবহৃত হত। তবে আপনি (রাহুল গান্ধী) যদি এখন এই মন্তব্যে প্রচার করতে চান এবং মহাত্মা গান্ধীর স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আপনাকে একটি দলিত পরিবারের মেয়েকে বিয়ে করতে হবে।" এই মন্তব্যের সঙ্গেই তিনি যোগ করেন যে জাতিভেদ বন্ধে রাহুল গান্ধী এভাবে বড় পরিবর্তন আনতে পারবেন।
রামদাস আথাওয়ালে আরও যোগ করেন, আন্তঃজাতি বিবাহের জন্য তাঁর মন্ত্রক আড়াই লক্ষ টাকার স্কিম সরবরাহ করতেও রাজি। তবে গত সপ্তাহেই রাহুল গান্ধী লোকসভায় বলেছিলেন, "কোভিড ১৯-এর মতোন এই স্লোগানটিও অন্যরূপে আবারও ফিরে আসবে।" প্রসঙ্গত, বাংলার বুকেও আসছে রামদাস অথাওয়ালের দল আরপিআই। আপাতত বিজেপির সঙ্গেই জোট গড়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তারা। আথাওয়ালে জানিয়েছিলেন, তাঁরা ১০ আসনে প্রার্থীও দিতে চান।