করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে গোটা দেশবাসী। দিনের পর দিন লাগামছাড়া সংক্রমণ হার ও মৃত্যুহার দেশের ভিত নাড়িয়ে দিয়েছে। স্বজনহারা মানুষের কান্নায় মুখভার ভারতমাতার। এই পরিস্থিতিতে সবাই উদ্বেগে রয়েছে যে দ্বিতীয় ঢেউ সামলানোর আগেই কি আঘাত হানবে তৃতীয় ঢেউ (third wave of corona)? আসলে সম্প্রতি একদল বিশেষজ্ঞ দাবি করেছেন যে তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। এই উদ্বেগ চলাকালীন পরিস্থিতিতে জানা গিয়েছে রাজস্থানের (Rajasthan) দুঙ্গারপুরে ৩০০ জনের বেশি শিশু এই করোনা রোগে আক্রান্ত হয়েছে। তাহলে এখন প্রশ্ন তৃতীয় ঢেউ কি চলে এসেছে?
জানা গিয়েছে, গত ১২ মে থেকে মাত্র দিন দশের মধ্যে গুজরাট সীমান্ত সংলগ্ন রাজস্থানের দুঙ্গারপুর জেলায় ৩১৫ জন শিশু ও কমবয়সী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৬০ জনের বয়স ০-৯ বছরের মধ্যে। ইতিমধ্যেই এই এলাকায় যথাযথ ব্যবস্থাপনাসহ শিশুদের চিকিৎসা শুরু হয়েছে। এলাকার হাসপাতালে শিশু বিভাগগুলিকে আলাদাভাবে প্রস্তুত করা হয়েছে। এখানে অক্সিজেন কনসেনট্রেটর ও চিকিৎসার জন্য অন্যান্য সরঞ্জাম মজুদ করা হচ্ছে। হঠাৎ করে এমন পরিসংখ্যান দেখে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের। তবে তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলে মানতে চায়নি প্রশাসন।