একে করোনায় জেরবার দেশ তথা বিশ্ব, এরই মাঝে অন্ধ্রপ্রদেশের এলুরুতে দেখা দিল নতুন রোগের বিস্তার। মূলত মাথা ঘোরা, কাঁপুনি, খিঁচুনি এই জাতীয় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই একই অঞ্চলের তিনশ'রও বেশি বাসিন্দা।
রোগীদের রক্ত পরীক্ষাতেও স্বাভাবিক ফল, করোনা পরীক্ষাতেও নেগেটিভ রিপোর্ট, তা সত্ত্বেও কিভাবে এই অজানা রোগের সংক্রমণ তা নিয়ে চিন্তিত চিকিৎসক মহল। আশ্চর্যের বিষয়, আক্রান্তরা প্রত্যেকেই এলুরুর বাসিন্দা। ইতিমধ্যেই এলুরুতে এই রোগের জন্য ১৫০ টি বেড ও বিজয়ওয়াড়ায় ৫০ টি বেড মজুত রাখা হয়েছে। এইমস দিল্লির এক্সপার্ট দল যোগাযোগ করেছে রাজ্য সরকারের চিকিৎসকদের সহিত তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেক মনে করিয়ে দিচ্ছেন বিশাখাপত্তনমের মতোই আবারো কোনো রাসায়নিক বিষক্রিয়ার কথা। কেউ আবার দুধের অশুদ্ধি ও বিষাক্ত বাতাসকেই দায়ী করেছেন।
গন-হিস্টিরিয়া ভেবে আতঙ্কিত এলাকাবাসীকে শান্ত করেছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। তাঁর কথায় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্ত ব্যবস্থা তৈরি রেখেছে।