এবারে সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি তে। গোটা সোশাল মিডিয়ায় এখন এই ভিডিও এবং অডিও ক্লিপ ভাইরাল হয়ে পড়েছে এবং এই নিয়ে একেবারে হই হই কান্ড শুরু হয়ে গিয়েছে। ওই টিভি চ্যানেলে তখন একটি লাইভ টিভি অনুষ্ঠান চলছিল। সেখান থেকে একটি অডিও ক্লিপ সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। ওই মন্তব্যে নরেন্দ্র মোদির মা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিবিসি চ্যানেলের এই ঘটনা দেখে সরব নেট মাধ্যমের বাসিন্দারা।
ব্রিটেনে বসবাসকারী শিখ এবং ভারতীয়দের বর্ণবিদ্বেষের অভিযোগ নিয়ে আলোচনা করা হচ্ছিল ওই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে সাইমন নামে জনৈক এক ব্যক্তি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মা সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন। দিল্লির কৃষি আইন বিরোধী আন্দোলনের দিকে সম্পূর্ণ ঘটনা ঘুরে যায়। যদিও বিবিসির তরফ থেকে জানানো হয়েছে ওই আপত্তিকর অংশটুকু এডিটিং এর মাধ্যমে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যদিও অভিযোগ উঠেছে, সঞ্চালক প্রিয়া রাই ওই ব্যক্তির কথার কোনো রকম অভিযোগ করেননি। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মায়ের বিরুদ্ধে করা এই কুরুচিকর মন্ত্যব্য অত্যন্ত ভাইরাল হয়ে পড়েছে