চল্লিশ ফুট গভীর কুয়ো পড়ে যায় বছর আটের একটি মেয়ে। তাকে বাঁচাতে উদ্ধারকাজে নামতে গিয়ে কুয়োয় পড়ে যান আরো চল্লিশ জন যাদের মধ্যে ইতিমধ্যে চার জনের মৃত্যু হয়েছে। গত সন্ধ্যায় এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশায়। উদ্ধারকারীদের মধ্যে ১৯ জনকে আপাতত জীবিত অবস্থায় পাওয়া গেছে।
ঠিক কি হয়েছিল? স্থানীয় সূত্র মারফত খবর গতকাল সন্ধ্যায় খেলতে গিয়ে কুয়োয় পড়ে যায় বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামের আট বছরের ওই শিশুকন্যা। ওই শিশুকে উদ্ধার করতে কুয়োর আশেপাশে হুমড়ি খেয়ে ভিড় জমান স্থানীয়রা। আর সেই সময়েই চাপ সহ্য করতে না পেরে কুয়োর ভগ্নপ্রায় দেওয়াল ধ্বসে যায়। যার জেরে প্রায় চল্লিশ জন পড়ে যান ওই কুয়োর ভেতর। ওই শিশুকে এখনো উদ্ধার করা যায়নি। সে জীবিত আছে কিনা তাও বোঝা যাচ্ছেনা। অত্যন্ত দুর্ভাগ্যবশত, যে ট্রাক্টর এনে ওই পড়ে যাওয়া চল্লিশ জনকে উদ্ধার করার কাজ চলছিল, সেটিও পড়ে যায় কুয়োতে। কিছুক্ষণ বন্ধ থাকে উদ্ধারকাজ। এখনো পর্যন্ত চারজনের মৃতদের উদ্ধার করা গেছে। বাকি উদ্ধার হওয়া ১৯ জন আঘাতপ্রাপ্ত হলেও প্রাণে বেঁচে গেছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্বারা চলছে উদ্ধারকাজ।
এইরকম এক মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ও আহতদের মাথাপিছু পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচও মেটাবে সরকার।