গুজরাতের বন্দরে বাজেয়াপ্ত হলো বিপুল পরিমাণে আফগান হেরোইন। ডিরেক্টর অফ রেভিনিউ এন্ড ইন্টেলিজেন্স ওরফে ডিআরআই ৩ হাজার কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে গুজরাতের বন্দর থেকে। জানা যাচ্ছে এই বিপুল পরিমান হেরোইন এর বাজার মূল্য ২১ হাজার কোটি টাকা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে চেন্নাইয়ের এক দম্পতিকে গ্রেফতার করেছে ডিআরআই। সাথে সাথেই আফগান নাগরিক বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের মুন্দরা বন্দরে।
রবিবার গুজরাতের এই বন্দরে ২ কন্টেনার হেরোইন বাজেয়াপ্ত করেছিল ডিআরআই। জানা যাচ্ছে এত বেশি পরিমাণ হেরোইন আজ অব্দি ভারতে বাজেয়াপ্ত হয়নি। অন্ধ্রপ্রদেশের একটি সংস্থার তরফ থেকে নিষিদ্ধ ড্রাগ ভারতে আমদানি করা হয়েছিল। আফগানিস্তান থেকে ইরানের আব্বাস বন্দর থেকে গুজরাটের মুন্দ্রা বন্দরে এই বিপুল পরিমান হেরোইন নিয়ে আসা হয়। ঘটনায় জড়িত থাকার অপরাধে চেন্নাইয়ের একজন দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বেশকিছু আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এই আফগান নাগরিকেরা দিল্লির নিবাসী বলে জানা যাচ্ছে। একজন আধিকারিক জানিয়েছেন, বর্তমানে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্ভাবনা রয়েছে এই ঘটনার সাথে আইএসআই এবং তালিবান যুক্ত রয়েছে।
ডিআরআইয়ের তরফ থেকে কান্দাহারের একটি সংস্থার থেকে আগত এই সমস্ত কন্টেনারগুলি তল্লাশি করে দেখা হয়েছিল। এর মধ্যে দুটি ব্যাগে প্রায় ২ হাজার কেজির কাছাকাছি হেরোইন উদ্ধার করা হয়েছে। অপরটি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় হাজার কেজি মতো হেরোইন। তারপর গান্ধীনগর সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি তে এই ড্রাগস পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। এখান থেকেই জানতে পারা যায় এই উদ্ধার হওয়া হেরোইন অত্যন্ত উচ্চ গুণমান সম্পন্ন। আসলে এই সমস্ত ভাল গুনমান সম্পন্ন হেরোইন আমদানি করে ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর পরিকল্পনা গ্রহণ করেছিল পাকিস্তান এবং তালিবান। এমনটাই মনে করছে কেন্দ্রীয় সংস্থা গুলি।