লোকসভায় তিনটি কৃষি-বিল পাশের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলি।
অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি (এআইকেএসসিসি)-র ডাকে ২৫০ টিরও বেশি চাষি ও খেতমজুর সংগঠন ২৫ সেপ্টেম্বর ভারত বনধের সিদ্ধান্ত নিয়েছে। পাঞ্জাবের ভারতীয় কিষান ইউনিয়নের সাধারণ সম্পাদক জগমোহন সিংহ জানিয়েছেন, এআইকেএসসিসি-র বাইরে থাকা বেশ কয়েকটি সংগঠনও এ দিনের বনধকে সমর্থন করেছেন। তাঁরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
কৃষি বিল নিয়ে আপত্তির কারণগুলি জানিয়েছেন শ্রী সিংহ। বলেছেন, এর ফলে চাষির কাছ থেকে ফসল কেনা সরকার সম্পূর্ণ বন্ধ করে দেবে। কৃষি-বাজারগুলি চলে যাবে বৃহৎ বেসরকারি মালিকদের দখলে। দাম না পেয়ে মরবে চাষি। সমস্ত রকম দানাশস্য, ডাল, তৈলবীজ, পেঁয়াজ ও আলুর মতো খাদ্যপণ্যগুলির দামের ওপরেও সরকারের কোনওরকম নিয়ন্ত্রণ থাকবে না। এর প্রতিবাদে পাঞ্জাবের কিষান মজদুর সংঘর্ষ সমিতি ২৪ সেপ্টেম্বর থেকে রেল রোকো কর্মসূচি নিয়েছে। হরিয়ানার চাষি-খেতমজুর সংগঠনগুলি ২০ সেপ্টেম্বর সর্বনাশা কৃষি বিলের প্রতিবাদে রাজ্যের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করবে বলে জানিয়েছে।