প্রায় ২০ মাস পর আবার অনুষ্ঠিত হল জিএসটি কাউন্সিলের বৈঠক। আজ সকাল ১১টা থেকে শুরু হয়েছিল এই বৈঠক যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পেট্রোল-ডিজেল কি জিএসটির আওতায় আসবে? এই নিয়ে তৈরি হয়েছিল একটি বড় কৌতূহলের পরিসর। তবে বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে পেট্রোল-ডিজেলের ওপর জিএসটি না চাপানোর সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কেরল হাই কোর্টের নির্দেশে পেট্রোল-ডিজেল নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। জিএসটি কাউন্সিলের মতে, পেট্রল-ডিজেল এখনই জিএসটি-র আওতায় আসতে পারে না।
অন্যদিকে, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, করোনার ওষুধে আগের মতোই ছাড় দেওয়া হবে। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত যা নিয়ম ছিল, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাই-ই বলবৎ থাকবে। করোনার ওষুধ ব্যতিরেকে অন্য জীবনদায়ী ওষুধের ওপরও জিএসটি ছাড় দেওয়া হবে।

ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের উপর ১২ শতাংশ থেকে কমে কর হচ্ছে ৫ শতাংশ। এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য বিষয়, অনলাইনে খাবার ডেলিভারি সংস্থাগুলির উপর নতুন কোনও কর বসছে না। যেহেতু কর পরিকাঠামো আগের মতোই থাকছে, তাই কোনো বাড়তি খরচেরও সম্ভাবনা নেই।