ব্যবসায়িকক্ষেত্রে আরও একবার বিশ্বদরবারে তথ্যপ্রযুক্তির আধুনিকীকরণে আসবে চমক। হ্যাঁ, এবার ভারতের সাথে মৌ(MoU) স্বাক্ষরিত হল জাপানের। শুক্রবার কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সাথে জাপানের যোগাযোগ মন্ত্রী তাকেদা রোটার একটি ভার্চুয়াল বৈঠকে এই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রধানত কী উঠে আসে এই চুক্তিতে? জানা গেছে 5G ইন্টারনেট পরিষেবা দুই দেশের যৌথ সহযোগীতায় আরো মসৃণ হবে প্রযুক্তি। এছাড়াও প্রথমত, টেলিকম সুরক্ষা এবং দ্বিতীয়ত, ভারতের অধীনস্থ দ্বীপগুলো বিশেষত আন্দামান-নিকোবর ও লাক্ষাদ্বীপে সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল সিস্টেমে যোগাযোগ মজবুত হবে। বিচ্ছিন্ন এলাকায় যোগাযোগ অক্ষুন্ন রাখতে হাই অল্টিটিউড ব্রডব্যান্ড ব্যবহৃত হবে। বিপর্যয় মোকাবিলা ও জনসুরক্ষাতেও লাভবান করবে এই আধুনিক চুক্তি। আইসিটি ক্ষেত্রেও দুই দেশের সমঝোতা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং বিশেষত 5G পরিষেবার ক্ষেত্রে জাপান তার অভিজ্ঞতা ভারতের সাথে ভাগ করে নেবে। আগামী বছরেই ভারত-জাপান রাষ্ট্রীয় সম্পর্ক ৭০ তম বর্ষে পদার্পণ করবে, তার আগে এই যৌথ উদ্যোগ মাহাত্ম্যপূর্ণ হবে, এমনটাই আশা দু'পক্ষের।