করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে ভারতে। গোটা দেশ এই করোনাভাইরাস এ দাপটে বিধ্বস্ত হয়ে রয়েছে। আগের বছরের স্মৃতি ঘুরে ফিরে আবারও আসছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। প্রতিদিন হুহু করে বেড়ে চলেছে সংক্রমনের সংখ্যা এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে সংকট হয়ে দাঁড়িয়েছে অত্যাবশ্যকীয় ওষুধের। তার পাশাপাশি অক্সিজেনের সরবরাহ নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
এবার অক্সিজেনের ঘাটতি কমানোর জন্য এবং অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক ব্যবহারে রাশ টানতে চাইছে কেন্দ্রীয় সরকার। রবিবার স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এই মর্মে রাজ্যের মুখ্য সচিব কে চিঠি পাঠিয়েছেন। অজয় ভাল্লা বলেছেন, দেশের করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অক্সিজেনের বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এর আওতায় ৯টি শিল্পকে রাখা হয়নি বলেও তিনি জানিয়েছেন। অজয় ভাল্লার চিঠিতে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পাঞ্জাব, কর্ণাটক, কেরালা, রাজস্থান, তামিলনাড়ু এবং পাঞ্জাবের মত রাজ্যকে হাই বার্ডেন স্টেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। অজয় ভাল্লা বলেছেন চিকিৎসার প্রয়োজনে অক্সিজেনের সরবরাহ বাড়ানো হবে এবং মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর থাকবো।