করোনা টিকা নিতেই শরীরে জমাট বাঁধাল রক্ত, বন্ধ হয়ে গেল জনসন এন্ড জনসন কোম্পানির টিকা
মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপ বন্ধ করে দিল জনসন এন্ড জনসন কোম্পানির করোনা টিকা
গতবছর থেকে করোনা ভাইরাস প্যানডেমিক সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। চলতি বছরের শুরুতে প্রভাব কিছুটা কমলেও ফের বর্তমানে করোনা সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। প্রত্যেকটি দেশে চলছে টিকাকরণ প্রক্রিয়া। এরইমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপ বন্ধ করে দিল জনসন এন্ড জনসন কোম্পানির করোনা টিকা। জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ৬৮ লাখ ব্যক্তি এই টিকা নিয়েছে। কিন্তু তাদের মধ্যে ৬ জনের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। তারপর থেকে সাবধানতা অবলম্বন করতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধের নিয়ন্ত্রক ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) মার্কিন যুক্তরাষ্ট্রে জনসন এন্ড জনসন কোম্পানির টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে টিকা ইতিমধ্যেই বন্ধ হয়েছে।
FDA জানিয়েছে যে সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। ৬ জনের রক্ত জমাট বেঁধেছে এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। এই অবস্থায় এই টিকা ব্যবহার স্থগিত করাই একমাত্র উপায়। ইতিমধ্যে একটি কার্ড তদন্ত শুরু হয়েছে। এই টিকা তৈরি হতো বেলজিয়ামে। অন্যান্য টিকার থেকে এটি অনেকটাই আলাদা। অন্যান্য টিকার ২ টি করে ডোজ নিতে হচ্ছে। কিন্তু এই টিকা একবারই নিতে হতো। যদিও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এই টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে।