সদ্য হারানো সাম্রাজ্য ভবিষ্যতে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/11/2020   শেষ আপডেট: 14/11/2020 8:28 p.m.
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প -

জো বাইডনের জয় কোনোভাবেই মানতে পারছেন না তিনি

আপাতত সময়ের ওপর একমাত্র আস্থা রেখেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই সাংবাদিক বৈঠকে তাঁকে বলতে শোনা গেল, সময়ই সব উত্তর দেবে। সদ্য বিজয়ী বাইডনের জয়কে কোথাও গিয়ে মানতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান কখনোই লকডাউনের পথে হাঁটবেন না তাঁর প্রশাসন। বিশেষ করে নিজের ওপর জোর দিয়ে বলেন যে তিনি লকডাউনে যাবেন না। তিনি আরও বলেন, আগামী দিনে কোন প্রশাসন ক্ষমতায় আসবে তা সময়ই ঠিক করবে।

সাংবাদিকরা তাঁকে নির্বাচনে পরাজয় স্বীকার করা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প সে প্রশ্ন এড়িয়ে যান। প্রসঙ্গত, বিগত ৫ই নভেম্বর নির্বাচনে জয়লাভ করেছেন বলে ভুয়ো খবর প্রচার করেন ট্রাম্প। এবং নির্বাচনে যথেচ্ছ রিগিং হয়েছে বলেও অভিযোগ আনেন। কিন্তু গতকালই জর্জিয়ার জো বাইডনের জয় নিশ্চিত হয়। ইলেকটোরাল কলেজে ট্রাম্পের প্রাপ্ত ভোট ২৩২। বাইডন পেয়েছেন ৩০৬ টি ভোট।