ফের হামলার শিকার ফ্রান্স! গির্জার বাইরে এক মহিলার মুন্ডচ্ছেদ করল আততায়ীরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/10/2020   শেষ আপডেট: 30/10/2020 1:27 a.m.
ফ্রান্সের নিসে নোত্র দাম গির্জা। ফাইল চিত্র

নিহত হয়েছে আরও দুজন। নিহতদের মধ্যে একজন গির্জার ওয়ার্ডেন

বৃহস্পতিবার ফের নিসের নোত্র দাম(Notre Dame) গির্জার কাছে নৃশংস এক বর্ণবিদ্বেষমূলক ঘটনার সাক্ষী থাকল ফ্রান্স। এক মহিলার মাথা কেটে নিল আততায়ীরা। হত্যা করা হয়েছে আরও দুজনকে। দুজনের মধ্যে গির্জার একজন ওয়ার্ডেন আছে বলে জানা গেছে।

নিসের মেয়র ক্রিশ্চিয়ান এসট্রোসি টুইট করে জানিয়েছেন, এই সন্ত্রাসবাদী হামলা চালানো আততায়ীদের পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, হামলায় মৃত্যু হয়েছে মোট তিনজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে ফ্রান্সের সন্ত্রাসদমন শাখার হাতে। সূত্রের খবর, এক আততায়ী 'আল্লাহ আকবর' স্লোগান দিচ্ছিল। সন্দেহভাজন একজনকে গুলিও করে পুলিশ। আপাতত সে চিকিৎসাধীন।এসট্রোসি জানান যে, ইসলামি ফ্যাসিবাদকে নির্মুল করতে ফ্রান্সকে শান্তির আইন থেকে বেরোতে হবে। প্রসঙ্গত কিছুদিন আগেই ক্লাসে হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনার অপরাধে এক শিক্ষককে মুন্ডচ্ছেদ করে খুন করা হয়।