রোহিঙ্গাদের স্বার্থে ব্যাপক বনচ্ছেদন বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/12/2020   শেষ আপডেট: 20/12/2020 2:57 p.m.

২৪২০ কোটি ৬৭ লক্ষ টাকার লোকসানের মুখে হাসিনা সরকার

সাম্প্রতিককালে প্রকাশিত পরিবেশ, জলবায়ু ও বন সম্পর্কিত আলোচনার অষ্টম সম্মেলনে প্রকাশিত রিপোর্টে পেশ হয়েছে বাংলাদেশে রোহিঙ্গাদের বাসভূমি স্থাপনের নিরিখে যে পরিমান বনভূমি নিধন হয়েছে তাতে ২৪২০ কোটি ৬৭ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন বাংলাদেশ সরকার।

এর আগে ২০১৭ সাল থেকেই মায়ানমার সেনা অভিযানের মুখে পড়ে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সংখ্যা বর্তমানে প্রায় বারো লক্ষের কাছাকাছি এবং তারা প্রত্যেকেই সরকারী রেজিস্ট্রেশন প্রাপ্ত। অবাধে অরণ্য ধ্বংস করে আজ প্রায় ৬২৬৪.০২ একর জায়গায় বসত গড়েছে তারা। সাংসদীয় কমিটির মতে সাড়ে ছ-হাজার কোটি ক্ষতি হয় ও বনজ সম্পদের লোকসান ৪৫৮ কোটি টাকা। জীববৈচিত্র্যের ধ্বংসেও ক্ষতি হয় ১৪০৯ কোটির বেশী। কক্সবাজারের আট হাজার একর বনভূমিও নষ্টের জন্য রোহিঙ্গাদের দায়ী করা হয়েছে। বনবিভাগের প্রধান সমেত দশ জনের কমিটি গঠিত হয়েছে। এছাড়াও টিউবওয়েল তৈরিতে জলস্তরও আরো নীচে নেমেছে বলে কমিটি সূত্রে দাবী।