কোয়াডে যোগ দিলেই বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হবে, হুমকি বেজিংয়ের
ঠিক কি কারণে এই হুমকি? কোয়াডে ভারত আছে তাই জন্য কি?
কোয়াড নিয়ে এবারে চিন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো খারাপের দিকে। যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি জোট তৈরি হয়েছে যাকে বলা হচ্ছে কোয়াড। এতে অংশগ্রহণ করলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে বলে মনে করছে ঢাকা। সোমবার সকালে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং সাংবাদিকদের সঙ্গে বৈঠক করার সময় জানিয়ে দিলেন, যদি এই জোটে বাংলাদেশ অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও খারাপ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফেহেঙ্গী ঢাকা সফর করে বলেছিলেন বাংলাদেশ যেন এই সমস্ত বিষয় নিয়ে চীনের সহায়তা করে।
বাংলাদেশ কি বলতে চেয়েছে সেই ব্যাপারে এখনো পর্যন্ত চীনের রাষ্ট্রদূত কিছু বলেননি কিন্তু তিনি বলেছেন, চিন সব সময় মনে করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই যে জোট তৈরি হচ্ছে তা সম্পূর্ণ চীন বিরোধী। অর্থনৈতিক প্রস্তাবের কথা বললেও এতে কিছু নিরাপত্তার উপাদান আছে বলেও মনে করা হচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া এই জোটে রয়েছে। যদি এই জোটে বাংলাদেশ যুক্ত হয় তাহলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। বাংলাদেশকে সতর্ক করে চীনের রাষ্ট্রদূত বললেন, এই ধরনের ছোট গোষ্ঠী বা ক্লাবে যুক্ত হতে খুব একটা ভালো লাগে না আমাদের। এ ধরনের গোষ্ঠীতে যুক্ত হলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হবে।