দেশে চীনের প্রভাব বাড়লেও ভারতের স্থান নিতে পারবেনা, স্পষ্টবার্তা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর
ঐতিহাসিকভাবে নেপাল ভারতেরই ঘনিষ্ঠ : বাবুরাম ভট্টারাই
চিনের উসকানিতেই ভারতের সাথে মানচিত্র বিতর্কে জড়ায় নেপাল। এখন দু তরফ থেকেই চাপে পড়ে সুর নরম করেছে ওলির সরকার। অভ্যন্তরীণ কমিউনিস্ট পার্টির দ্বন্দ্বের মাঝেই এবার তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টারাই চীন ছেড়ে ভারতের গুরুত্ব অনুধাবন করলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লিতে আসেন তিনি এবং সেখানেই ভারত নেপালের মাঝে সমস্যা নিয়ে বার্তা দিলেন।
তিনি বলেন, দিল্লির অনেকে মনে করছেন নেপাল চীনের দিকেই ঝুঁকে আছে, কিন্তু এটি সত্যি নয়। চীন, নেপালের বন্ধু দেশ হলেও দুয়ের মধ্যে পারস্পরিক আদান-প্রদান খুবই কম। অন্যদিকে ঐতিহাসিক দিক থেকেও নেপাল ভারতেরই ঘনিষ্ঠ। এটা সত্য যে নেপালে চীনের প্রভাব আগের চেয়ে বেড়েছে, কিন্তু ভারতের স্থান কেউ নিতে পারবেনা। কালাপানি প্রসঙ্গ উত্থাপন করেও বলেন, ভারতের সাথে নেপালের বাণিজ্যিক সম্পর্ক তৃতীয় কারো জন্য ব্যহত হতে পারে না। তাই যা হয়েছে তা ঠিক নয়। নেপালকে স্থিতিশীল রাখতে গেলে ভারতের সাথে সুসম্পর্ক রাখতেই হবে, এও বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টারাই।