করোনা আতঙ্কে ভারতের বর্ডার সিল করল নেপাল, রাজনৈতিক উত্তেজনা চরমে
তার পাশাপাশি পাকিস্তান ২২টি দেশের থেকে আগমন বন্ধ করে দিয়েছে তাদের দেশে
একটি নতুন ঘোষণা অনুযায়ী পাকিস্তান জানিয়ে দিয়েছে এবার তারা নিজেদের দেশের ইন্টার্নেশনাল ফ্লাইট এর সংখ্যা মোটামুটি ২০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আগামী ৫ মে থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। দেশে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত সামলানোর জন্য পাকিস্তান এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। ন্যাশনাল কমান্ড এন্ড অপারেশন সেন্টার জানিয়ে দিয়েছে, প্যানডেমিক পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান সরকার। এছাড়াও এই ২২টি দেশ থেকে পরিযায়ীদের আসা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এ দেশ গুলির মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, ঘানা, কেনিয়া, মোজাম্বিক, কমরস, তানজানিয়া, জাম্বিয়া, রুয়ান্ডা, ব্রাজিল, পেরু, কলম্বিয়া, এসওয়াতিনি, মালাউই, জিম্বাবুয়ে, চিলি, লেশত, সেইচেলাস, সোমালিয়া, উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং সুরিনাম।
এছাড়াও পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে যারা পাকিস্থানে আসছেন তাদের কে ৭২ ঘণ্টা আগে করানো নেগেটিভ আরটি - পিসিআর রিপোর্ট নিয়ে আসতে হবে। এছাড়াও পাকিস্তানের আসার সঙ্গে সঙ্গে তাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং করানো হবে বলেও জানিয়ে দিয়েছে ইমরান খান সরকার। পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে আগামী ১৮ মে আবারো নতুন নির্দেশিকা জারি করা হবে। অন্যদিকে, ভারতের বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে নেপাল ভারতের ২২টি বর্ডার সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। নেপালের সঙ্গে ভারতের সর্বমোট ৩৫টি বর্ডার পয়েন্ট রয়েছে। তার মধ্যে বর্তমানে ২২টি বন্ধ। এখন শুধুমাত্র ১৩টি বর্ডার পয়েন্ট খোলা রয়েছে নেপাল এবং ভারতের মধ্যে। প্রায় প্রত্যেক দিন ৪ লক্ষ নতুন আক্রান্ত নিয়ে ভারত বর্তমানে করোনা আক্রান্তের তালিকা একদম উপরের দিকে অবস্থান করছে। এই কারণে নেপালের তরফ থেকে এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।