করোনা মোকাবিলায় ভারতের পাশে জার্মানি
"এটি করোনভাইরাস মোকাবিলায় কোনো দেশের করা বৃহত্তম সাহায্য গুলির মধ্যে একটি" - গের্ড মুলার, জার্মান ডেভলপমেন্ট মিনিস্টার
৩ লক্ষ ৩৩ হাজার টেস্ট কিট, ৬ লক্ষ পিপিই কিট এবং ৪৬০ মিলিয়ন ইউরো নিয়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে এই দেশ। করোনা মোকাবিলায় নিজেদের সামলে নিয়েছে জার্মানি। এখন তারা চাইছে অন্য দেশের পাশে দাঁড়াতে। আর ভারতের ক্রমবর্দ্ধমান করোনা সংক্রমণে রাশ টানতেই সাহায্য করতে চাইছে জার্মান সরকার। জার্মানির ডেভলপমেন্ট মিনিস্টার গের্ড মুলার রবিবার এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেন, "এটি করোনভাইরাস মোকাবিলায় কোনো দেশের করা বৃহত্তম সাহায্য গুলির মধ্যে একটি।"
৬ লক্ষ পিপিই এবং ৩ লক্ষ ৩৩ হাজার টেস্ট কিটের মূল্য প্রায় ১৭.৮ মিলিয়ন ডলার। ভারতে রোজ সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় জার্মান সরকার সাহায্য স্বরুপ এগুলো দেবে ভারতকে। এছাড়াও স্বল্প সময়ের ঋণ হিসাবে ৪৬০ মিলিয়ন ইউরো মানে প্রায় ৫৪৪ মিলিয়ন ডলার ভারতকে দিতে রাজি জার্মানি।
প্রসঙ্গত উল্লেখ্য গতকালই ব্রাজিলকে ছাপিয়ে আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।
গোটা বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা কমছে রোজ। সেখানে গতকাল ভারতে নতুন আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি। দৈনিক সংক্রমণের নিরিখে যেটা ভারতে নতুন রেকর্ড।