বছর শেষে উপছে পড়ছে তুরস্কের অর্থভান্ডার, খোঁজ মিলল ৯৯টন সোনার

শ্রেয়া সাহা
প্রকাশিত: 25/12/2020   শেষ আপডেট: 25/12/2020 8:55 p.m.

এই সোনার মূল্য ৬ বিলিয়ান ডলার বা ৪৪হাজার কোটি টাকা

বছর শেষে উদ্ধার হল বিশাল সোনার ভান্ডার। যদিও এই ভান্ডার পুরোপুরি উদ্ধার করা সম্ভব না হলেও, প্রায় ৯৯টন সোনা রয়েছে এই বিরাট গর্তটিতে।

এই সোনার ভাণ্ডার এতটাই বিশাল যে এর মূল্য বহু দেশের জিডিপির থেকে বেশি হবে মনে করা হচ্ছে৷ অনুমান করা হচ্ছে যে, এই সোনার মূল্য ৬ বিলিয়ান ডলার বা ৪৪হাজার কোটি টাকা। যা তুরস্কের অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে।

তুরস্কের স্থানীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, কৃষি ঋণ সমবায় সমিতির দেশ প্রধান ফারাহেটিন পোয়েরাজের সহযোগিতায় এই মজুত একটি সার সংস্থা গুবার্টাস আবিষ্কার করেছে। সংস্থাটি জানিয়েছে যে সোনার মজুদ পাওয়া গেছে তার মূল্য ৬০০ মিলিয়ন।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে তুরস্কের মন্ত্রী ফাতেহ ডনমেজ জানিয়েছিলেন যে, তৎকালীন সময়ে দেশে ৩৮টন সোনা উৎপাদন হয়েছে৷ পরবর্তী ৫ বছরে সোনার উৎপাদনের লক্ষ্য ১০০ টন স্থির করা হয়েছে।

আর এই বক্তব্যের দুই মাস ঘুরতে না ঘুরতেই এত বড়ো প্রাপ্তি। তুরস্ক ইতিমধ্যে ২০২০ সালে ৩৮ টন সোনার উৎপাদন করে তার রেকর্ডটি ভেঙে দিয়েছে। এর ফলে তুরস্কের অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।