আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান স্থগিত থাকবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত
তবে আন্তর্জাতিক অল-কার্গো ক্রিয়াকলাপ এবং ডিজিসিএ দ্বারা অনুমোদিত বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়
এই অতিমারীর আবহে গত ২৬শে নভেম্বর সিভিল এভিয়েশন ডিরেক্টর জেনারেল ( ডিজিসিএ) ভারত এবং পূর্বনির্ধারিত আন্তর্জাতিক বাণিজ্যিক এবং যাত্রীবাহী বিমান পরিষেবার স্থগিতাদেশ ৩১শে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেছে।
আরও পড়ুন
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৬-০৬-২০২০ তারিখে বিজ্ঞপ্তিটির আংশিক সংশোধনীতে কর্তৃপক্ষ জানিয়েছে যে পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী বিমান পরিষেবা স্থগিতাদেশ ৩১শে ডিসেম্বর, ২৩৫৯ ঘন্টা IST বাড়ানো হয়েছে। কোভিড-১৯ এর কারণে ২৩শে মার্চ থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। তবে মে মাস থেকে বন্দে ভারত মিশনের আওতায় বিশেষ কয়েকটি আন্তর্জাতিক বিমান চলাচল করছে।