ভারতের করোনা পরিস্থিতি দেখে উপহাস চীনের, বির্তকিত ছবি ডিলিট কিছুক্ষণের মধ্যেই
গতবছর করোনা ভাইরাস প্রথম চীনের উহান শহরে উৎপত্তি হয়েছিল
করোনা ত্রাসে কাঁপছে গোটা ভারত। প্রায় প্রতিদিন ৪ লাখের বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়েছে। ব্যাপক হারে মৃত্যু হচ্ছে এই দেশে। একাধিক রাজ্যে গণচিতার আগুন নিভছে না। পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ করোনার বলি হচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিবেশী দেশ চীন এবার উপহাস করেছে। আসলে সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি অফ চীন একটি ছবি পোস্ট করেছিল, যাতে দেখা গিয়েছিল একদিকে চীন তাদের রকেট লঞ্চ করছে এবং অন্যদিকে ভারতে গণচিতা জ্বলছে। ছবির ক্যাপশনে বলা হয়েছিল, "চীন কিসে আগুন দেয় বনাম ভারত কিসে আগুন দেয়!" এই ছবিটি পোস্ট করে চিন ভারতকে নিচু দেখাতে চেয়েছিল। তবে বিতর্ক সৃষ্টি হলে সেই ছবি ডিলিট করে দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর এই করোনাভাইরাস প্রথম চীনের উহান শহরে উৎপত্তি হয়েছিল। তারপর গোটা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় চীনের ওরকম ছবি পোস্ট মেনে নিতে পারেনি কেউ। অবশ্য এই বিষয়ে চীনের বিদেশমন্ত্রক জানিয়েছে, "আমরা আশা করি চীনের প্রধান সরকার এবং চীনবাসীরা ভারতের পাশে দাঁড়াবে এই অতিমারীর বিরুদ্ধে লড়াই করার জন্য।"