এবার ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল বিজেপি! শ্রীলঙ্কায় তৈরি হলো শ্রীলংকা ভারতীয় জনতা পার্টি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/03/2021   শেষ আপডেট: 12/03/2021 2:21 p.m.

শ্রীলংকার জাফনায় এই দলের প্রতিষ্ঠা করেছেন ভারতীয় বংশোদ্ভূত তামিল ব্যবসায়ী বেলুস্বামী মুথুস্বমি

এবারে আর শুধু ভারতে সীমাবদ্ধ রইল না, প্রতিবেশী রাষ্ট্রগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি শ্রীলঙ্কায় তৈরি হয়ে গেলো ভারতীয় জনতা কাটছি ওরফে শ্রীলংকা ভারতীয় জনতা পার্টি। শনিবার তামিল বিদ্রোহী অধ্যুষিত জাফনায় এই দলের প্রতিষ্ঠা করলেন ভারতীয় বংশোদ্ভূত তামিল ব্যবসায়ী বেলুস্বামি মুথুস্বামি। এই দল প্রতিষ্ঠা করে যদিও তিনি জানিয়েছেন, "ভারতের শাসক দল বিজেপির সঙ্গে শ্রীলংকা ভারতীয় জনতা পার্টির কোনো রকম সম্পর্ক নেই। তবে আমি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে পছন্দ করি। উনি উন্নয়নের লক্ষ্যে বহু পদক্ষেপ গ্রহণ করেছেন নিজের হাতে এবং হাতেনাতে তার ফল পাচ্ছেন। কিন্তু এসএলবিজেপি সম্পূর্ণরূপে একটি আলাদা দল।"

বেশ কিছুদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন আর কিছুদিনের মধ্যেই শ্রীলংকা এবং নেপালে ছড়িয়ে পড়বে ভারতীয় জনতা পার্টি। যদিও কলম্বো এবং কাঠমান্ডু এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। সেই সময়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সবাই রসিকতা হিসেবে নিয়েছিলেন। সেই মুহূর্তে তেমন ভাবে কেউ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেন নি। কিন্তু এবারে প্রমাণিত হয়ে গেল বিপ্লব দেব কিন্তু খুব একটা ভুল কথা ভাবেন নি। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গঠিত হয়ে গেল শ্রীলংকা ভারতীয় জনতা পার্টি। যে ভারতীয় জনতা পার্টি, ভারতের বিজেপি থেকে সম্পূর্ণরূপে আলাদা হলেও সেই দলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাভাবনা খুব পছন্দ করেন।