চীনে করোনা শুরুর আগে উহানের ওই ল্যাবের ৩ বিজ্ঞানী ভর্তি হয়েছিলেন হাসপাতালে, কি ছিল কারণ?
রিপোর্ট প্রকাশিত হতেই চাপে চিন
আবারও শিরোনামে উঠে এলো চিনের কুখ্যাত ল্যাব উহানের ওই ল্যাবটি। এই ল্যাবে সর্বপ্রথম দেখা গিয়েছিল করোনা নামক মারণ ভাইরাসটিকে। ২০১৯ সালের নভেম্বর মাসে আবিষ্কার হয় ওই ভাইরাস, কিন্তু এবারে এমন একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে, যা একেবারে সকলের জন্য নতুন তথ্য সামনে এনেছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এই করোনা আবিষ্কারের অনেক আগেই অনেক আগেই নাকি এই ল্যাবের ৩ জন বিজ্ঞানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওয়াল স্ট্রীট জার্নালে এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই বিতর্ক নেট দুনিয়ায়। অনেকদিন ধরেই চীনের বিরুদ্ধে এই দাবি উঠে আসছে যেনো তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে দেখা যায়, তাদের ওই ল্যাব থেকে করোনা ছড়িয়ে গেছিল কিনা, এবারে ওয়াল স্ট্রীট জার্নালে প্রকাশিত এই রিপোর্ট আরো জোরালো করলো এই দাবিকে।
করোনা ভাইরাস এলো কীকরে, তার উৎস নিয়ে পরবর্তী স্তরের আলোচনা করার কথা চলছে 'হু' এর তরফ থেকে। তার ঠিক আগেই এই রিপোর্ট প্রকাশিত হলো যাতে এই দাবি জোরালো হলো, তাহলে কি চিন দায়ী করোনা সংক্রমণ ছড়িয়ে দেবার জন্য? এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে চীনকে ক্লিনচিট দেওয়া হলেও বহুদেশ দাবি জানায় যেন উহানের ওই ল্যাবের সম্পর্কে আরো একটু খোজ নেবার প্রয়োজন রয়েছে। বহু দেশের এই দাবির প্রেক্ষিতে এবারে বৈঠকে বসতে চলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিটি। তবে এখনো পর্যন্ত আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তরফ থেকে কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোন মন্তব্য করা হয়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, করোনাভাইরাস এর শুরুর দিনগুলো এবং চীন থেকে এই ভাইরাসের সূত্রপাত হয়েছে কিনা সেই বিষয়টি মার্কিন প্রশাসনের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। রাজনীতির ঊর্ধ্বে উঠে মহামারীর উৎস সন্ধান করতে এবং অন্যান্য রাষ্ট্রগুলির সহায়তা করতে মার্কিন প্রশাসন একসাথে কাজ করবে। যদিও স্বভাবতই চীনের তরফ থেকে ওই রিপোর্টকে মিথ্যে বলে দাবি করা হচ্ছে।